আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

ইলেকট্রিক্যাল টেকনোলজি

Correct :

Wrong :

  • 1. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? 
  • ∎ডায়নামোর সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।

  • 2.  বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
  • 3. কোনটি অর্ধ পরিবাহী নয়?
  • অর্ধ পরিবাহী পদার্থ হল- অঙ্গার, গন্ধক, গ্যালিয়াম, সিলিকন, পানি, তুলা, জার্মেনিয়াম, অ্যালকোহল ইত্যাদি।

  • 4. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
  • 5. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--
  • 6. তড়িৎ বিশ্লেষণ এর সূত্র আবিষ্কার করেন-
  • 7. ইলেক্ট্রোপ্লেটিং কাকে বলে?
  • 8. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কি বলে?
  • 9. এক বৈদ্যুতিক ইউনিট সমান কত?
  • 10. এক বৈদ্যুতিক ইউনিট সমান কত?
  • 11. গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড-
  • 12. তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে/ সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
  • 13. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
  • 14. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
  • 15. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?
  • বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে নাইক্রোম ধাতুর তার ব্যাবহার করা হয়.

  • 16. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?
  • ∎ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে---বিদ্যুৎ উৎপন্ন হয়।

  • 17. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ-
  • ∎বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ---একই হয়।

  • 18. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
  • 19. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
  • 20. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -  
  • ট্রান্সফর্মার দুই প্রকার। স্টেপ ডাউন বা নিম্নধাপী - উচ্চতর ভোল্ট থেকে নিম্ন ভোল্ট পাওয়া যায় এবং স্টেপ আপ বা উচ্চধাপী- নিম্ন ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায় ।

  • 21. বিদ্যুৎকে সাধারন মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? 
  • টমাস আলভা এডিসন (ফেব্রুয়ারি ১১, ১৮৪৭ -- অক্টোবর ১৮, ১৯৩১) ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

  • 22. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
  • ∎ট্রান্সফরমার:

    ট্রান্সফরমার একটি গতিহীন নিশ্চল বৈদ্যুতিক যন্ত্র (কোনো গতিশীল যন্ত্রাংশ নাই) যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে একই কম্পাংকে স্থানান্তর করে। এ.সি. (Alternating Current) ব্যবস্থায় কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে বা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। কম থেকে বেশি ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-আপ ট্রান্সফর্মার" বা "উচ্চধাপী ট্রান্সফর্মার" এবং বেশি থেকে কম ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-ডাউন ট্রান্সফরমার" বা "নিম্নধাপী ট্রান্সফর্মার" বলা হয়।

  • 23. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বুঝায়?
  • ∎কিলোওয়াট-ঘণ্টা:

    ∎এক কিলোওয়াট ঘণ্টা হল শক্তির একক, যা ৩৬,০০,০০০ জুল শক্তি বা কাজের সমতুল্য। অর্থাৎ ১ কিলোওয়াট বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় সম্পাদিত কাজের পরিমাণকে কিলোওয়াট ঘণ্টা বলে। সাধারণতঃ বিদ্যুৎ সরবরাহে এই এককটি ব্যবহৃত হয়।

    ∎বেতার সম্প্রচার কেন্দ্রের ক্ষমতা হিসাব করাতেও ওয়াট ব্যবহৃত হয়।

  • 24. বিদ্যুৎ পরিবাহী নয় –
  • ∎বিদ্যুৎ পরিবাহী নয় –-রাবার.

  • 25. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?
  • ∎সালফিউরিক এসিড:

    সালফিউরিক এসিড  একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল।

  • 26. বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি?
  • 27. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  • 28. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-
  • 29. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে-
  • 30. উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
  • 31. আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে এডাপ্টার ব্যবহার করি তা-
  • 32. আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে এডাপ্টার ব্যবহার করি তা-
  • 33. যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবে রুপান্তরিত করা হয় তার নাম কি?
  • ∎ট্রান্সফরমার:

    ট্রান্সফরমার বা ট্রান্সফর্মার একটি গতিহীন নিশ্চল বৈদ্যুতিক যন্ত্র (কোনো গতিশীল যন্ত্রাংশ নাই) যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে একই কম্পাংকে স্থানান্তর করে। এ.সি. (Alternating Current) ব্যবস্থায় কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে বা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। কম থেকে বেশি ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-আপ ট্রান্সফর্মার" বা "উচ্চধাপী ট্রান্সফর্মার" এবং বেশি থেকে কম ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-ডাউন ট্রান্সফরমার" বা "নিম্নধাপী ট্রান্সফর্মার" বলা হয়।

  • 34. কোনটি জেনারেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?
  • 35. কমুটেটর থাকে-
  • 36. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে-
  • 37. একটি জেনারেটরের শক্তি কিসের উপর নির্ভর করে না ?
  • 38. বৈদ্যুতিক জেনারেটর বলতে কি বুঝায় ?
  • 39. যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে-
  • 40. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা-
  • যে তড়িৎ যন্ত্র বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বলে।

  • 41. বিদ্যুৎ পরিবাহির তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে পরিবাহির দৈর্ঘ বাড়ালে রোধে কি ঘটবে ?
  • 42. শক্তির রুপান্তর সংক্রান্ত নিচের কোন উক্তিটি ত্রুটিপূর্ণ ?  
  • 43. নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ?
  • 44. সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি ?
  • 45. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-  
  • 46. অধিক দূরত্বে তড়িৎ প্রেরনে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় , কারণ এতে-  
  • 47. কোনটি এক ভোল্ট ?
  • 48. কর্ণফূলী জলবিদ্যুৎ স্টেশনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কতটি টারবাইন আছে ?
  • 49. বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
  • ∎বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ---মাটির সঙ্গে সংযোগ হয় না।

  • 50. সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ-
  • 51. বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
  • ∎বিদ্যুৎ বিলের কিলোওয়াট-ঘন্টায় হিসাব করা হয়।

  • 52. আকাশে বিজলী চমকায়-
  • 53. ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায় ?  
  • 54. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ-
  • হাই ভোল্টেজ ব্যবহার করার জন্যে রোধের ব্যবহার কম করতে হয়। রোধের ব্যবহার কম করার জন্যে বিদ্যুত অপচয় কম হয়।

  • 55. এসি কারেন্টের বৈশিষ্ট্য-

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6889

Students

79846

Questions

150

Model Test